Author: Hasan
-
আশাশুনি ধান ও সবজি বীজ এবং গাছের চারা বিতরণ
আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ধান ও সবজি বীজ এবং বিভিন্ন চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আপন (১ম ধাপে) ১২০০ জন, দ্বিতীয় ধাপে ৬০০ জন, মোট ১৮০০ জনকে ধানের বীজ ও অন্যান্য উপকরণ, তাল চারা প্রনোদনা ১০০ জনকে দুটি করে চারা, আম ১০০ জনকে ৪টি করে চারা ও ১৫০ জনকে সবজি বীজ প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১৫ জন শিক্ষার্থীকে ৪ প্রকারের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিমান অধিকারী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। -

আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় আশাশুনি এতিম প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন ট্রেইনার পরিবেশকর্মী খালিদ লামি।এসময় কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাই মাসে স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে দোকানদারদের পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করা হবে এবং ক্রেতাদের পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে দোকান মালিকদের উৎসাহিত করা হবে। পরিশেষে সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। -

আশাশুনিতে অবৈধ পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি জব্দ আগুনে পুড়িয়ে বিনষ্ট
আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে অবৈধ পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনির কর্মরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ হাসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ডিপো মালিক কাদাকাটি ইউনিয়নের আব্দুস সামাদ সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ডিপোয় থাকা জেলি পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি ও ব্যবহৃত ২০ লিটার জেলি জব্দ করা হয়।সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ডিপো মালিক আব্দুস সামাদ নিজেই সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করায় আব্দুস সামাদকে প্রাথমিকভাবে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। -

শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীলতা নিয়ে ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শ্যামগরের গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল দল এর অর্ধ-বার্ষিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু সহনশীল ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিগত ছয় মাসে জলবায়ু সহনশীল কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং পরবর্তী ছয় মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় উঠে আসে খরা, লবণাক্ততা ও বন্যার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়গুলো।
সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শেখ আমির হোসেন। যিনি বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের বাস্তবতা। তাই স্থানীয়ভাবে প্রস্তুত থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সভায় আরো উপস্থিত ছিলেন সম্পাদক মো: আমজাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মো: হাবিবুল্লাহ বাহার, অধিপরামর্শ সম্পাদক মো: রাশেদ গাজী, নির্বাহী সদস্য মনোয়ারা খাতুন সহ আরো অনেকে। তারা লবণাক্ত জমিতে সহনশীল ফসল চাষে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের কথা তুলে ধরেন।
এই অর্ধ-বার্ষিক সভার মাধ্যমে ফোরামের সদস্যরা জলবায়ু সহনশীল উন্নয়নে জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
-

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক
সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বার সহ নাসরিন নাহার (৩০)নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া নাসরিন নাহার ভোমরা এলাকারইমাম হোসেনের স্ত্রী। বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয়।পরে তাকে তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ টাকা।জব্দকৃত স্বর্ণের বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। -

কয়রা উপজেলায় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
২৫ জুন ২০২৫ তারিখ সকালে লিডার্স কয়রা শাখা অফিসে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জনাব মোঃ শাহা আলম গাজী। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ ওমর আলী মোল্লা, ডলি রানী মন্ডল, সহ ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ। সমন্বয় সভা পরিচালনা করেন লিডার্স এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সিরাজুল ইসলাম।সমন্বয় সভায় বক্তরা বলেন, লিডার্স দীর্ঘ দিন যাবত এই এলাকায় কাজ করে আসছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় লবণাক্ততা অনুপ্রবেশ, সুপেয় পানির সংকট, খরা, অনিয়মিত বৃষ্টিপাত জলবদ্ধতা এবং সেচের জন্য পানির অভাবে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন, ফলে অনুকুল আবহাওয়া অভাবে কৃষি উৎপাদন কমেছে। সভায় বিগত পরিকল্পনা পর্যালচনা এবং আগামীতে ফোরামের করনীয় বিষয় নির্ধারণ ও পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে। -

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস
২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা ও পুরস্কার
বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের
উদ্যোগে একটি র্যালি সাতক্ষীরা কালেক্টরেট প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক
সরদার শরিফুল ইসলাম।
মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার
শাহীন চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল
ইসলাম মুকুল, জেলা সামাজিক বন কর্মকর্তা প্রিয়াঙ্কা
হালদার, শহর জামায়াতের নায়েবে আমীর ফকরুল হাসান লাভলু,
বড়বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, জেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক
অধ্যাপক মোজাম্মেল হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো.
মাহবুবুর রহমান, সুশীলনের সহকারী পরিচালক মো. মনির
হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল
হোসেন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,
শিক্ষক পল্টু বাশার, নারীনেত্রী ফরিদা আখতার বিউটি, শিক্ষার্থী
জান্নাত, সালেহা জান্নাত প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, মাইক্রো প্লাস্টিকের হাত থেকে
বাঁচতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া সকল ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। খাল, বিল,
পুকুর ও ড্রেনে প্লাস্টিক জাতীয় দ্রব্য না ফেলতে জনগণকে
সচেতন করতে করতে হবে। -

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলী। স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা মনোজ কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আকবর হোসেন, প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামানসহ স্মার্ট প্রকল্পের আওতায় ৪টি পরিবেশ ক্লাবের সদস্যরা, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে রুমে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এক্ষেত্রে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। -

শোভনালীতে উন্নয়ন সংস্থার উন্নয়ন মেলা ও উপজেলা দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি : সমৃদ্ধি কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা ও উপজেলা দিবস উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “উন্নয়ন (একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান) সংস্থার বাস্তবায়নে বুধবার (২৫ জুন) উন্নয়ন সংস্থা শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাবের হোসেনের পরিচালনায় সমৃদ্ধি কর্মসূচির উপজলো কর্মসূচি সমন্বয়কারী এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ টুটুল হোসেন। আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, সমৃদ্ধি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্টল পরিদর্শন শেষে প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। একইসাথে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অবদানের জন্য যুব, প্রবীণ সহ নানাবিধ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে সংস্থাটি। -

আশাশুনিতে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আশাশুনি প্রতিনিধি:আশাশুনির বড়দলে হরষিত গাইনের ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ দোকানের মালামাল লুটপাটকারি, সুদখোর, মাদক সেবী ও দখলবাজ মানিক, মুক্তার, জেলেখা, হাসানের বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।বুধবার বিকাল ৫টায় বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামের ৩ রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন পরিতোষ কুমার মন্ডল, ইউপি সদস্য সত্য রঞ্জন বৈরাগী, মনীন্দ্রনাথ বিশ্বাস, বিজয় গাইন, শহিদুল ইসলাম মোল্লা।বক্তারা বলেন, এলাকার মানিক মুক্তার হাসান, সালাউদ্দিন, শাহিন সহ কিছু সংঘবদ্ধ দুষ্কৃতিকারী গত ৫আগস্টের সুযোগে হিন্দু অধ্যুষিত এ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা কেউ চিহ্নিত সুদখোর, কেউ চাঁদাবাজ ও কেউ কেউ সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। হেতাইল বুনিয়া গ্রামের পঞ্চরাম গাইনের ছেলে কাপড় ব্যবসায়ী হরষিত গাইনের মৎস্য চাষ ও ব্যবসা করে কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে গেলে স্থানীয় সুদখোর সালাউদ্দিন, জেলেখা সহ কয়েকজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেয়। ঋণের ৩ গুন সুদ পরিশোধ করলেও টাকা শোধ করতে পারে না। ৫আগস্টের পর থেকে মানিক, মুক্তার ও সালাউদ্দিন টাকার দাবিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকলে ১৪ অক্টোবর হরষিত ঘরবাড়ি, দোকানপাট, মাছের ঘের ফেলে স্বপরিবারে দেশত্যাগে বাধ্য হয়। এরপর মান্নান মোল্যার ছেলে চাঁদাবাজ মানিক ও মোক্তারের সহযোগী মান্নান মোল্যার ছেলে সুদখোর সালাউদ্দিন, জেলেখা হরষিতের দোকান লুটপাট করে ফ্রিজ, লক্ষাধিক টাকার কাপড় সহ যাবতীয় মালামাল নিয়ে যায়। এরপর তারা হরষিতের বাড়িতে আগুন দিয়ে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, গবাদি পশু লুটপাট করে। মাছের ঘের লুটপাট করে এমনকি চালের সিমেন্ট সিট খুলে নিয়ে যায়।এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মন্টু ও ইউপি সদস্য সত্য রঞ্জন বৈরাগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার নিষেধ করার পরেও তাঁদের নিবৃত করা যায়নি। মানিক ও মোক্তার হরষিতের দোকান দখল করে সেখানে জুয়ার আসর ও মাদকের বেচাকেনা করতে থাকলে বিএনপি নেতা মন্টু সত্য রঞ্জন মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে দোকান ঘরে তালা ঝুলিয়ে চাবি মেম্বারের হাতে দিয়ে সবকিছু তাঁর হেফাজত করেন। এতে মাদকসেবী, সুদ খোর ও চাঁদাবাজদের গাত্রদাহ শুরু হয়। তাই সুদ খোর ও কয়েকজন বখাটে ছেলে নিয়ে বিএনপি নেতা মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানববন্ধনের নাটক করে। এসব বখাটেরা সন্ধ্যা হলে এলাকায় ঢুকে মহিলাদের সম্ভ্রম হানির চেষ্টা করে থাকে। ইচ্ছে মতো যেকোনো বাড়ির হাঁস, মুরগি, ছাগল, ভেড়া ও মালামাল নিয়ে চলে যায়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তাই অনতিবিলম্বে এসব বখাটে সন্ত্রাসীদের গ্রেফতার করে হিন্দু অধ্যুষিত এলাকায় শান্তি স্থাপননের জন্য সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী। -

করোনায় আরো ২১ জন আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন আরো ২১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ১৮ জন। এসময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪৪৫ জনের। এতে করোনা পজিটিভ শনাক্ত হন ৪৭৩ জন। এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩১ জনের।
চলতি বছর করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
-

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’
বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।
অনুষ্ঠানে জানানো হয়, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় সেবাটি চালু করছে সিটি ব্যাংক। গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস গড়ছে তারা।
প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্য ব্যাংক যুক্ত হলে সেবার পরিসর আরও বিস্তৃত হবে।
গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের দরকার হবে না।
এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনো দোকান বা রেস্তোরাঁয় শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে।
গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না এবং গ্রাহকের কার্ড তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।
-

শেখ পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা মোট ১৫৬টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিশাল অঙ্কের অর্থ জব্দের বিষয়টি ইতোমধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে।
দুদকের সূত্র জানায়, জব্দ করা টাকার মধ্যে সবচেয়ে বড় অংশটি রয়েছে ‘শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে। এ ট্রাস্টের নামে ৩২টি ব্যাংক হিসাবে জমা থাকা ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)-এর নামে ১৬টি ব্যাংক হিসাবে ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা, আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা এবং সূচনা ফাউন্ডেশনের নামে ৯টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা জব্দ করা হয়েছে।
এছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক হিসাবে ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচটি হিসাবে ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ টাকা, সায়মা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৮৫৪ টাকা এবং শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে থাকা চারটি ব্যাংক হিসাবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা জব্দ করা হয়েছে।
ব্যক্তিগত ব্যাংক হিসাবের মধ্যে শেখ হাসিনার নামে ১২টি হিসাবে রয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, শেখ রেহানার নামে দুটি হিসাবে ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা, সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি হিসাবে ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে দুটি হিসাবে ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা এবং ববির বাবা শফিক আহমেদ সিদ্দিকের নামে রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ টাকা।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা আদালতের অনুমোদন নিয়ে আইনানুগভাবে এসব ব্যাংক হিসাব জব্দ করেছেন। তদন্তের অংশ হিসেবে কমিশনের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আদালত সময়কালীন বিভিন্ন ধাপে জব্দের আদেশ দিয়েছেন।
দুদক আরও জানায়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, শফিক আহমেদ সিদ্দিক ও তাদের নিকটাত্মীয়দের নামে বিদেশে—বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে—বিলাসবহুল সম্পদেরও খোঁজ পাওয়া গেছে। এসব সম্পদের উৎস ও বৈধতা খতিয়ে দেখতে বর্তমানে আন্তর্জাতিক তদন্ত সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
-

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জুড়ে অনুষ্ঠান
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ আয়োজন করা হবে। মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।
৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপনে যেসব অনুষ্ঠানের আয়োজন হবে সেগুলো হলো—
১ জুলাই : মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপসানালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। জুলাই ক্যালেন্ডার প্রদান (অনলাইন-অফলাইন)। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সূচনা, চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু।
৫ জুলাই : বিভিন্ন সময় অবৈধ আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন প্রচারে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি চালু।
৭ জুলাই : julyforever.org নামে ওয়েবসাইট চালু।
১৫ জুলাই : ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’ শিরোনামে ১৫ জুলাইয়ের ভিডিও শেয়ার। জুলাই স্মৃতিচারণ। ডকুমেন্টারি প্রদর্শনী এবং জুলাইয়ের গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলইডি ওয়াল ইনস্টলেশন। প্রজেকশন ম্যাপিং। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্টারি প্রদর্শনী।
১৯ জুলাই : ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙ্গা’ ১৯ জুলাইয়ের ভিডিও, নরসিংদী, সাভার, ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ের তথ্যচিত্র প্রদর্শন। গণহত্যা ও ছাত্রজনতার প্রতিরোধ দিবস
২৪ জুলাই : শিশু শহীদদের স্মরণে ‘কী করেছে তোমার বাবা’ শিরোনামে ২৪ জুলাইয়ের ভিডিও শেয়ার। শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি। দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্গন’ প্রতিযোগিতা। নারায়ণগঞ্জের শিশু শহীদ রিয়া গোপের স্মরণে অনুষ্ঠান। শিশু শহীদদের স্মরণে অনুষ্ঠান, জুলাইয়ের তথ্যচিত্র প্রদর্শনী ও গান। শিশু একাডেমিতে জুলাইয়ের শিশু শহীদদেরকে থিম করে একটি আইকনিক ভাস্কর্য স্থাপন। শিশুদের জন্য জুলাই আন্দোলনকে উপজীব্য করে গ্রাফিক নভেল প্রকাশ।
৩০ জুলাই : ‘চল চল চল’ ৩০ জুলাইয়ের ভিডিও শেয়ার। অনলাইনে জুলাই স্মরণ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠান।
-

কয়রায় লিডার্স এর বীজ ও জৈব সার বিতরণ
২৪ জুন ২০২৫ সকাল ১০:০০ সময় লিডার্স শাখা অফিস ঘড়িলাল, কয়রা ২১৬ জন কৃষক এর মাঝে লবণ সহনশীল ধান বীজ ও ২১৯ জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ইউ পি সদস্য জনাব, মোঃ রেজাউল করিম আছের আলী আরও উপস্থিত ছিলেন জনাব অলিউর রহমান মিরাজ , উপসহকারী কৃষি কর্মকর্তা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম এর সভাপতি জনাব মোঃ শাহা আলম গাজী, লিডার্স এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সিরাজুল ইসলাম, হিমাংশু মন্ডল। অনুষ্ঠানে বক্তরা বলেন, লিডার্স দীর্ঘ দিন যাবত এই এলাকায় কাজ করে আসছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় লবণাক্ততা অনুপ্রবেশ, খরা, অনিয়মিত বৃষ্টিপাত জলবদ্ধতা এবং সেচের জন্য পানির অভাবে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন হচ্ছে ফলে অনুকুল আবহাওয়া অভাবে কৃষি উৎপাদন কমেছে। জলবায়ু সংকটের ভয়াবহ প্রভাব নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সংকট কাটিয়ে উঠতে এখনই আমাদের সচেতন হতে হবে, পরিকল্পনা নিতে হবে এবং সম্মিলিত ভাবে কাজ শুরু করতে হবে। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়েও আমার যদি এক সাথে এগিয়ে চলতে পারি তবে আশার আলো নিভে যাবে না।
-

তালায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের
নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা তালা উপজেলা শাখার নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য দেন সংগঠনটির তালা উপজেলা শাখা সভাপতি আ. কাদের সরদার, স্বাস্থ্য সহকারী ফতেমা খান সেতু, আরশাদ আলী প্রমুখ।
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪তম গ্রেড দেওয়া ২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে ৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকেরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে ৫. বেতন স্কেল উন্নতি/পুনর্নির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা যত সংখ্যক টাইম স্কেল (১ /২ /৩ টি) /উচ্চতর স্কেল (১ /২প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে এবং ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।
-

সহায়তা প্রদানের চেয়ে এসডিজি অর্জনে বাংলাদেশের পাচারকৃত টাকা ফেরত দিন
স্পেনের ফাইনান্সিং ফর ডেভলপমেন্ট আন্তর্জাতিক সম্মেলনের প্রাক্কালে বাংলাদেশের নাগরিক সমাজের আহবানফাইনান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি-৪) বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এখানে স্থানীয় সম্পদ আহরণ, বৈদেশিক দেনা বিষয়ক নীতিমালা এবং জলবায়ু অর্থায়ন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যা আগামী বাংলাদেশের টেকসই উন্নয়নের (এসডিজি) অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশ একটি অনুন্নত দেশ (এলডিসি) থেকে ২০২৬ সালে উন্নয়নশীল দেশের দিকে যাবে। কিন্তু তারপরেও বিভিন্ন উল্লেখযোগ্য খাতের সাম্প্রতিক সময়ের কিছু তথ্য বিশ্লেষণ করলে বর্তমান এসডিজির উন্নয়নের বিপরীতে একটি অন্ধকার চেহারা দেখা যায়। যেমন, জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বের ৭ তম বিপদাপন্ন দেশ। দেশের মোট জনসংখ্যার ৫৬% (প্রায় ৯০ মিলিয়ন) জলবায়ু ইস্যুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাস করে। প্রায় ১.৭৮ মিলিয়ন শিশুরা শিশুশ্রমে নিযুক্ত। জাতীয় দারিদ্র্যের হার ১৮.৭% এবং যা দেশটির সাম্প্রতিক দারিদ্র্যতা বৃদ্ধির হারকে নির্দেশ করছে। বাল্য বিবাহের বর্তমান হার ৫১.৪০%, ইত্যাদি।
আজ সহায়তা প্রদানের চেয়ে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের পাচারকৃত টাকা ফেরৎ দিন শীর্ষক এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিগণ এসব তথ্য তুলে ধরেন। বক্তারা প্রশ্ন তোলেন যে, যখন বিদেশি উন্নয়ন সহায়তা (ওডিএ) ক্রমাগতভাবে কমে যাচ্ছে, তখন বাংলাদেশ কিভাবে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে পারবে? অন্যদিকে আইএমএফ এর অন্যায্য কর ব্যবস্থা, মানি লন্ডারিং, বড় রকমের বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে বাধাগ্রস্ত করবে বলে তারা মত প্রকাশ করেন। বক্তারা আরো বলেন যে, গত ১৫ বছরে, বিদেশে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি পাচার হয়ে গেছে। এই অর্থ আগামী দুই বছরের জন্য বাংলাদেশের জাতীয় বাজেটের সমান। এটি দেশের মোট বৈদেশিক দেনারও সমান। এই অর্থ যদি পাচার না করা হত তবে এটি বাংলাদেশের প্রায় সমস্ত বৈদেশিক দেনাকে পরিশোধ করতে পারতো। বক্তারা এফএফডি-৪ সম্মেলনের প্রাক্কালে এই পাচারকৃত অর্থ ফেরতের জোর দাবি জানান।
কোস্ট ফাউন্ডেশন, ইক্যুইটিবিডি, বিসিজেএফ, এনডিএফ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, উদয়ন এবং ওয়াটার কিপারর্স বাংলাদেশ যৌথভাবে এফএফডি-৪ আন্তর্জাতিক সম্মেলনের প্রাক্কালে আজ রাজধানী ঢাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এফএফডি-৪ স্পেনের সেভিলা শহরে আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোস্ট ফাউন্ডেশনের মোঃ ইকবাল উদ্দিন সংবাদ সম্মেলনে মূল দাবিগুলো তুলে ধরেন এবং ইক্যুইটিবিডির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী এতে সঞ্চালনা করেন।
মোঃ ইকবাল উদ্দিন বলেন যে, এফএফডি-৪ কে অবশ্যই বৈশ্বিক অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইতোমধ্যে পাচার হয়ে যাওয়া অর্থ ভূক্তভোগী দেশগুলোকে ফেরৎ দিতে হবে। রেজাউল করিম চৌধুরী বলেন যে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জার্মানী, সুইজারল্যান্ড এবং বেলজিয়াম ইতোমধ্যে তাদের বৈদেশিক সহায়তা প্রদান কমানোর ঘোষণা দিয়েছে। তারা আমাদের এসডিজি অর্জনে আর তেমন সহায়তা করতে পারবে না। তাই সহায়তা প্রদানের চেয়ে বরং তাদের বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরৎ দেয়া উচিৎ এবং অবৈধ অর্থ পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
ওয়াটার কিপার্স বাংলাদেশের শরীফ জামিল বলেন, যদি উন্নতদেশগুলোতে টাকা পাচারের ব্যবস্থা না থাকতো তাহলে আমাদের মতো দেশগুলো থেকে টাকা পাচার হওয়া বন্ধ হয়ে যেত। তিনি এফএফডি-৪ কে টাকা পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। এনডিএফ এর ইবনুল সাঈদ রানা বলেন, রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক দায়। বাংলাদেশের উপর এটি চাপিয়ে দেয়া ঠিক নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি এর জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেন। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র পাচারকৃত অর্থ ফেরৎ এনে উপকূলের বিপদাপন্ন মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করার দাবি জানান। উদয়নের অসাদুজ্জান বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি নয়। তাই বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত সকল অবৈধ দেনাগুলো বাতিল করতে হবে এবং সেগুলোকে সহায়তা আকারে প্রদান করতে হবে। কোস্ট ফাউন্ডেশনের ওমর ফারুক ভূইয়া আইএমএফ এর কর ব্যবস্থা সংস্কারের সমালোচনা করে বলেন যে সেগুলো সাধারণ মানুষের বিরুদ্ধেই যায়। তিনি জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ট্যাক্স কনভেনশনের আওতায় বাংলাদেশের কর ন্যায্যতা নির্ধারণের দাবি জানান। -

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি:
বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহতযোদ্ধা আবু হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদী, মুখ্য সংগঠক আল শাহরিয়ার , শহীদ আবুল বাশারের ভাই মো: চঞ্চল, আহত যোদ্ধারের মধ্যে, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না (সদস্য, বৈছা), রাশেদ হোসেন, জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বলা হয়,“বিপ্লবী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।”
তারা বলেন,“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র—জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার এখনো এসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।” লিখিত বক্তব্যে আবু হাসান আরো বলেন, “আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান, গণহত্যার বিচার শেষ করবেন।