Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 10 of 82

Author: Hasan

  • চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ আটক ৪

    চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ আটক ৪

    সাতক্ষীরার পাটকেলঘাটায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ জুন) দুপুরে পাটকেলঘাটা থানার টিকারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীবর রহমান, টিকারামপুর গ্রামের এনামুল হক রানা, তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং একই গ্রামের হাবিবুল সরদারের ছেলে সোলায়মান।

    সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, জুলাই আন্দোলনের পর থেকে ওই এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়।

    অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকের পর আসামিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের পরে সেনাবাহিনী তাদেরকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

  • কয়রা শাকবাড়ীয়া খাল অবমুক্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    কয়রা শাকবাড়ীয়া খাল অবমুক্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়ীয়া খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলার মহারাজপুর বড়ব্রীজ এলাকায় স্থানীয় জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, মহারাজপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শাকবাড়ীয়া খালটি এলাকার সবচেয়ে বড় খাল। তবে সরকার কর্তৃক মৎস্য চাষীদের কাছে ইজারা দেওয়ার পর থেকে এটি সাব-লিজ দেওয়া হচ্ছে, যা ইজারার নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে প্রায় ৬ হাজার বিঘা জমিতে ফসল ফলাতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খালটি পুনরদ্ধারের মাধ্যমে এলাকাবাসী কৃষি বিপ্লবের স্বপ্ন দেখছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) জি এম আনোয়ার হোসেন, কৃষক আলাউদ্দিন, লুৎফর রহমান মোল্লা, আবুল হোসেন গাজী ও আছাফুর রহমানসহ আরও অনেকে। বক্তারা জোর দিয়ে বলেন, শাকবাড়িয়া খালটি অবমুক্ত করা হয় এবং এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা যায় তবে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। এতে হাজার হাজার বিঘা জমি আবার চাষাবাদের আওতায় আসবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে।স্থানীয়দের অভিযোগ, খালটি ইজারা দেওয়ার নামে মূলত একটি চক্র এর অপব্যবহার করছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষক ও স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা খালটি অবমুক্ত করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছেন। খালটি অবমুক্ত করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং কৃষকদের জীবন-জীবিকা সুরক্ষিত থাকে সে জন্য জোর দাবী জানিয়েছেন।

  • কয়রায় নৌবাহিনীর অভিযানে জেলিপুশকৃত চিংড়িসহ নারী আটক

    কয়রায় নৌবাহিনীর অভিযানে জেলিপুশকৃত চিংড়িসহ নারী আটক

    খুলনার কয়রায় বাংলাদেশ নৌবাহিনী এক অভিযান চালিয়ে ৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে মোছাঃ তাসমিয়া (৩৭) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে তার স্বামী আলাউদ্দিন ( ৪২)পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ২৮ জুন (শনিবার) সকালে মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি এলাকায় নৌবাহিনী এ অভিযান চালায়। অভিযানে নৌবাহিনীর সঙ্গে কয়রা থানা পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা ছিলেন। আটককৃত তাসমিয়াকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জনাব রুলী বিশ্বাস তাৎক্ষণিক মোবাইল কোটের মাধ্যর্মে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ধ প্রদান দেন।

  • শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠে জলবায়ু পরিকল্পনা

    শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠে জলবায়ু পরিকল্পনা

    ২৮ জুন ২০২৫ রোজ শনিবার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রান্তিক জনগণের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার আলোকে জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুর রশিদ গাজী। অর্ধ বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি ববিতা রানী মন্ডল, সম্পাদক তপন কুমার মন্ডল, কৃষি সম্পাদক সুজিত মন্ডল, ফোরামের অন্যান্য নারী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, লিডার্সের মনিটরিং কর্মকর্তা জয়দেব জোদ্দার, এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরো অনেকে। সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষ বারবার দুর্যোগের সম্মুখীন হচ্ছে—বিশেষ করে নদীভাঙন, অতিবৃষ্টি ও খরার প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। সভায় তারা নারীর দৃষ্টিভঙ্গিতে জলবায়ু অভিযোজন ও স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজন পরিকল্পনার কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ফোরামের সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সভা শেষে সভাপতি বলেন, “এই ফোরামের লক্ষ্যই হচ্ছে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করা।” এই অর্ধ-বার্ষিক সভাটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতা-ভিত্তিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

  • বিদ্যা বিকাশ কেন্দ্রের উদ্যোগে খেশরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

    বিদ্যা বিকাশ কেন্দ্রের উদ্যোগে খেশরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় বিদ্যা বিকাশ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে এ আয়োজন সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলক পাল, প্রতিষ্ঠাতা পরিচালক, লোকনাথ নার্সিং অ্যান্ড ডায়াগনস্টিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম আজিজুল হক, জাহিদুর রহমান লিটু, ডাঃ বাসুদেব রায়, প্রভাষক বিপ্লব মণ্ডল, ডাঃ এনায়েত সানা, শেখ মিজানুর রহমান, বাসুদেব গোস্বামী, শেখ রবিউল ইসলাম, ডাঃ আনিসুর রহমান এবং ডাঃ শেখ হারুন প্রমূখ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমিন জোয়ার্দার এবং সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াদ হোসেন।

    অনুষ্ঠানে বিদ্যা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশিষ রায়কে সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য গণসংবর্ধনা প্রদান করা হয়।

  • পৃথিবীকে বদলাতে অংশগ্রহণ করতে হবে সবাইকে, সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ : ড. ইউনূস

    পৃথিবীকে বদলাতে অংশগ্রহণ করতে হবে সবাইকে, সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ : ড. ইউনূস

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। অংশগ্রহণ করতে হবে সবাইকে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের।

    তিনি বলেন, বিষণ্ন বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ।

    শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। ৫ আগস্টের পর প্রথম এ দিবস পালন করতে পারলো বাংলাদেশ।

    তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। এ বছরের প্রতিপাদ্য—‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’

    বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন।

    প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো শিক্ষা সিস্টেম তৈরি করতে হবে স্বপ্ন দেখার মাধ্যমে। স্বপ্ন দেখা শেখানোই প্রথম কাজ হবে শিক্ষা সিস্টেমের। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।

    তার ভাষায়, স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়। স্বপ্ন দেখতে হবে। বিষণ্ন বিশ্ব তৈরি করতে চাই না, সুন্দর বিশ্ব তৈরি করতে চাই। নতুন সভ্যতা গড়তে চাই। সেটা আমরা পারব।

    উল্লেখ্য, দুদিনব্যাপী এই অনুষ্ঠানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন থাকবে। দু’দিনের এ আয়োজনে ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনেরও অধিক বিদেশিসহ সহস্রাধিক অংশগ্রহণ করেছেন।

  • জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি

    জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি

    জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো”র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে তিন ধাপে এই আটকের ঘটনা ঘটে।

    এক বিবৃতিতে তিনি বলেন, আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বাহরু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে।

    সাইফুদ্দিন নাসুশন ইসমাইল আরও বলেন, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো উগ্র চরমপন্থি গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের স্থান মালয়েশিয়া হবে না। এ অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে বিশেষ শাখার প্রশংসা করেন।

    তিনি জানান, কেডিএন গোয়েন্দা ও নজরদারি জোরদার করছে। মালয়েশিয়াকে নিরাপদ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য দেশ-বিদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ মালয়েশিয়াকে চরমপন্থি কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে, তা কঠোরভাবে দমন করা হবে।

  • ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার

    ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে এসব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সব কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন।

    বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি, মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে।’

    তিনি আরও বলেন, ‘সরকার মিথ্যা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের একটি সাহসী পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যেই প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যা কমপক্ষে ৩ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করে।’

    আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত (২৮ মে পর্যন্ত) ১৬টি বৈঠকে ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে এবং এ বিষয়ে আরও কাজ চলছে। ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তাও চেয়েছিল মন্ত্রণালয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার কর্তৃক অবহেলার অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।

    মন্ত্রণালয় সূত্র জানায়, জেলা পর্যায়ের কমিটি ও আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা প্রেরিত তালিকা ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে কমিটি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করছে।

    এতে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজনৈতিক দলগুলোও প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটিতে রাজনৈতিক মামলার তালিকা পাঠাতে পারে।

    এর আগে ড. আসিফ নজরুল বলেছিলেন, এই পরিপ্রেক্ষিতে বিএনপি চলতি বছরের ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলার তালিকা পাঠিয়েছিল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭ এপ্রিল মধ্যে ১ হাজার ২০০টি মামলার তালিকা পাঠিয়েছিল।

    তবে তিনি নিশ্চিত করেছেন যে, আন্তঃমন্ত্রণালয় কমিটি নিজস্ব উদ্যোগে কাজ করে। ইতোমধ্যেই প্রায় অর্ধেক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

    আইন উপদেষ্টা রাজনৈতিক দল দুটিকে তাদের মামলার তালিকার সঙ্গে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) ও চার্জশিটের (যেখানে প্রযোজ্য) মতো প্রাসঙ্গিক নথি না পাঠানোর জন্যও দোষারোপ করে বলেছেন যে, এটি মামলা প্রত্যাহার বিলম্বিত হওয়ার প্রধান কারণ।

    উপদেষ্টা সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জানান, ‘অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ২০ মে ৪৪টি মামলার তালিকা দাখিল করেছে। মামলাগুলোর নথি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    ইতোমধ্যে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মামলার তালিকাসহ এফআইআর ও চার্জশিট জমা দিতে আইন মন্ত্রণালয় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

  • ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

    ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

    নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ জুন ) বিকাল ৪ টায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মতে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি সাধু ,পন্ডিত, পুরোহিত ও ভক্তবৃন্দরা মাসির বাড়ি, সাতক্ষীরা  সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয়।
    শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাটি কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি গিয়ে পৌঁছায়, সেখানে টানা-১ সপ্তাহ পূজা,অর্চনা, প্রতিদিন দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনাসহ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে  আগামী ( ৫ জুলাই ) শনিবার শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ফিরে যাবে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায়, যুগ্ন আহবায়ক সমরেশ কুমার দাশ, সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, যুগ্ন সদস্য সচিব মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, মনোরঞ্জন কর্মকার মন্টু, নিমাই কর্মকার, উৎপল শাহ, ধুলিহর মঠ মন্দিরের কানাইলাল সাহা,ভীম বন্ধু দাশ ও নিখিল আড্ডসহ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সুলতানপুর কাজীপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন: মসজিদ কমিটির সভায় নেওয়া হলো সিদ্ধান্ত

    সুলতানপুর কাজীপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন: মসজিদ কমিটির সভায় নেওয়া হলো সিদ্ধান্ত

    সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এলাকাবাসীর উদ্যোগে গঠিত হলো মাদকবিরোধী কমিটি।
    শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর কাজীপাড়া জামে মসজিদ কমিটির এক বিশেষ সভায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
    মাদকের ভয়াবহতা নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই গঠিত হয় এলাকাভিত্তিক এই কমিটি। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী কবিরুল হাসান বাদশা, কাজী মাগফুর এবং কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সবুর ও মোয়াজ্জিন। কমিটির আহ্বায়ক করা হয়েছে তৌহিদুর রহমান ডাবলুকে এবং সদস্য সচিব হয়েছেন কাজী সেলিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কাজী আসলাম, আব্দুল হান্নান, মহিদ, কাজী বাবু, আক্তার, তারা, দিপু, বিমান, পল্লব, মনি, রাজীব, জাফির, বাবন, নাসিম ও আবু সাইদ।
    এই কমিটি কাজীপাড়া এলাকাজুড়ে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে। পাশাপাশি এলাকায় কিশোর ও যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালাবে। মসজিদের খুতবায় মাদকের ক্ষতিকর দিক এবং ইসলামের দৃষ্টিতে এর অবস্থান তুলে ধরা হবে নিয়মিত। এছাড়া এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কাজীপাড়ায় যেন কোনো বাড়ির মালিক মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর নিকট বাড়ি ভাড়া না দেন, তা কঠোরভাবে নজরদারি করা হবে।
    কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান ডাবলু বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। আমরা এলাকাবাসী একজোট হয়ে এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়েছি। প্রশাসনের সহায়তায় আমরা একটি মাদকমুক্ত কাজীপাড়া গড়তে চাই।”
    কাজীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সবুর জানান, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, সমাজ গঠনের কেন্দ্রও বটে। আমরা জুমার খুতবায় নিয়মিত মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব, যাতে মানুষ সচেতন হয়।”
    মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ধর্মীয় নেতৃত্বকে একত্রে কাজে লাগানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। কাজীপাড়াবাসীর এই সম্মিলিত প্রয়াস অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হয়ে উঠতে পারে।
  • তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

    তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার বিকেলে তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “অতীতে হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধরে রাখাই আমাদের দায়িত্ব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে।” তিনি আরও বলেন, “আমি চাই আমাদের তালা-কলারোয়া অঞ্চল শান্তিপূর্ণ ও উন্নত হোক। মন্দিরের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করব।” পরে তিনি মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটিকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, সাধন পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসু ঘোষ। আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির উদ্যোগেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ এবং যুব সমাজ অংশগ্রহণ করে, ফলে তালার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
  • আগামী ৬ জুলাই পবিত্র আশুরা

    আগামী ৬ জুলাই পবিত্র আশুরা

    দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই রোববার।

    বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

    সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুস ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদপ্তরের উপ- প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয়: খামেনি

    অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয়: খামেনি

    ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

    খামেনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরাইলকে ইঙ্গিত করে বলেছেন, অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

    দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর খামেনি গোপন স্থানে চলে যান। গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর আছে।

  • আদালতে অপরাধ স্বীকার করে আ. লীগের ওপর দায় চাপালেন আউয়াল

    আদালতে অপরাধ স্বীকার করে আ. লীগের ওপর দায় চাপালেন আউয়াল

    চব্বিশের নির্বাচন যে ডামি ও প্রহসনমূলক ছিলো আদালতে সেটা স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। এই ডামি নির্বাচনের দায় আওয়ামী লীগের ওপরে চাপান তিনি। এদিন আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

    বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত হাবিবুল আউয়ালের এই রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় হাবিবুল আউয়ালের ১০ দিন রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

    আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১ হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হাবিবুল আউয়ালকে আদালতে আনা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তাকে আদালতে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

    রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

    শুনানিতে তিনি বলেন, এই আসামি (হাবিবুল আউয়াল) ২০২২ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারি এদেশে কলঙ্কজনক একটি নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আ.লীগ ও ২/১টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা, লোক দেখানো ও প্রহসনের নির্বাচন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন তিনি (আউয়াল) বলেছেন, ‘কেউ নির্বাচনে না এলে আমি কি বসে থাকব?’ তিনি ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন।

    শুনানিতে ওমর ফারুক আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন, ‘সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে’। এত বড় মিথ্যা বলে তিনি কীভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান? ওইদিন সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান। তার এক ঘণ্টা পর ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না। কুকুর-বিড়াল কেন্দ্রে শুয়ে আছে। ওই এক ঘণ্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ‘ঘুমিয়ে পড়েছিলেন।’ কতটা হাস্যকর কথাবার্তা।

    শুনানিতে সরকারি এই কৌঁসুলি আরও বলেন, আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচনে থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।

    আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড নামঞ্জুর চেয়ে বলেন, তার বয়স ৭০। তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই। এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল।

    তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এসময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়। যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল ২২ হাজার টাকা, সেটা আপনি ৫ লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই জানিয়ে বলেন, পাঁচ বছরের মুদ্রাস্ফীতি হিসাব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল।

    এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময় কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে ৪-৫টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও ৪-৫ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ২ ভাগ দায়িত্ব কমিশনের, বাকি ৯৮ ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের।

    নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা, আমি বলেছি তুমি যদি আগে বলতা এমন ভয়ংকর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না।

    আউয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, ৭২ এর সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত ৭৩ এর নির্বাচনে আ.লীগ ২৯৩টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ৯৬ সালে আ.লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তী সময়ে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে।

    এসময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করছেন। তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এসময় আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলবার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এসময় উপস্থিত আইনজীবীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১ হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    আধ ঘণ্টার দীর্ঘ শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়।

    আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। পরে ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

  • সাতক্ষীরায় খাবার পানি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

    সাতক্ষীরায় খাবার পানি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

    সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদনহীন, অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনকারী দুটি ফ্যাক্টরিতে টাস্কফোর্স অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টায় সদর উপজেলার গোবিন্দকাঠী এলাকায় বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

    বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই এর অনুমোদন ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদন করে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। যা একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

    এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় বর্ণিত স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনকারী দুটি ফ্যাক্টরীতে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, বিজিবির পক্ষে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই খুলনা এর ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মোকাব্বির ড্রিংকিং ওয়াটার” এর মালিক মোঃ মাছুম বিল্লাহ এবং “আফিফা এন্টার প্রাইজ” এর মালিক আবুল হোসেন প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।

  • সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি

    সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি

    শেখ মাহবুব আহমেদ ::

    ‘সাতক্ষীরার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংকের কর্মীদের ডোপ টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।’ এভাবেই মাদক নিয়ে কড়া বার্তা দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

    বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আমরা বসে থাকতে আসিনি। জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। ডোপ টেস্টই হবে মাদকবিরোধী বাস্তব পদক্ষেপের প্রথম ধাপ।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

    বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।।

    দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার

    পাইকগাছায় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার

    পাইকগাছায় প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা পেয়েছে ২০ যুবক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় ইয়ুথ ফর সুন্দরবন ও উপজেলা যুব ফোরাম। ” প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজন করা হয় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার অনুষ্ঠানের। অনুষ্ঠানে ৫’শ গ্রাম প্লাস্টিক জমা দিলে তাকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ ২০ জন যুবক কে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন যুব ফোরামের সদস্য মোঃ রাকিবুল ইসলাম, আব্দুস সামাদ ও মনোয়ার হুসাইন সহ ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ।

  • সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা

    সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী তাজকিন আহমেদ চিশতি, সহ-সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, শেখ সিরাজুল ইসলাম, মোহাদ্দিস রবিউল বাশার, ফরিদা আক্তার বিউটি, মো. মনিরুজ্জামান প্রমুখ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব, রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ধারনা প্রদান ও সাতক্ষীরা ইউনিটের কার্যক্রম অবগতকরণ, ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে, সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয় হইতেবরাদ্দকৃত সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে, সাতক্ষীরা ইউনিটের ২জন ডেলিগেট নির্ধারণ প্রসঙ্গে, ইউনিটের সকল ব্যাংক হিসাবের স্বাক্ষরকারী নির্ধারণ ও পরিবর্তন প্রসঙ্গসহ বিবিধি বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করা হয়। এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ধারনা প্রদান ও সাতক্ষীরা ইউনিটের কার্যক্রম অবগত করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।