করোনায় ২০০ দলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।। করোনা ভাইরাস প্রতিরোধে ২০০ দলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়েছে। সাতক্ষীরার তালার উদ্দীপ্ত মহিলা উন্নায়ন সংস্থা ও দলিতের বাস্তবায়নে ইউএনডিপি আর্থিক সহায়তায় ২০০ দলিত পরিবারের মাঝে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে বি.জে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা সংস্থার পরিচালক জয়ন্তী রানী দাশ,দলিতের প্রজেক্ট অফিসার যোয়াকিন মন্ডল,ট্যাগ অফিসার আছাদুজ্জামান,হরিঢালী ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুজ্জামাম হাজরা,উদ্দীপ্ত মহিলা সংস্থার কর্মকর্তা দীলিপ কুমার,নাজমা খানম প্রমুখ।
এসময় প্রতিটি প্যাকেজে চাউল ১৫ কেজি,আটা ৫ কেজি,ডাল ২ কেজি,চিনি ২ কেজি,পেয়াজ ৩ কেজি,লবন ১ কেজি,চিড়া ১ কেজি এবং ২ টি করে সাবান দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *