এসবিনিউজ ডেস্ক : বারবার আন্দোলনে হোঁচট খেয়ে দল গোছানোর দিকে মন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সারাদেশে বিএনপির কমিটি গঠনসহ তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভাইস-চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া।
দলের সাংগঠনিক উন্নতি সাধনের লক্ষ্যে করণীয় নির্ধারনে কয়েক ধাপে দলের নীতি-নির্ধারকদের সাথে বৈঠকের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপার্সন। এর অংশ হিসেবে শনিবার রাতে দলের ভাইস-চেয়ারম্যানদের সাথে বৈঠকে বসেন তিনি। দেশব্যাপী দলের কমিটি গঠন ও দলকে চাঙ্গা করে রাজপথে ফিরিয়ে আনার জন্যই এ বৈঠক।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সওকত রহমান, সেলিমা রহমান, কামাল ইবনে ইউসুফ, মো: শাহজাহান, খন্দকার মাহবুব, এনাম আহমেদ চৌধুরীসহ বিএনপির ২০ জন ভাইস-চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এছাড়া একই বিষয়ে আলোচনার জন্য আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় উপদেষ্টা মন্ডলীর বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন। এর আগে দলের সাংগঠনিক বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন বেগম জিয়া।
Leave a Reply