চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ হতে জাসদকে ৫হাজার মাস্ক প্রদান


চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে পাঁচ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। জাসদের যুগ্ম সাধারণ আব্দুল্লাহিল কাইয়ূম ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ সকাল ১০টায় বারিধারাস্থ চীনা দূতাবাসের মি. ফেংসহ উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে মাস্কের প্যাকেটগুলো গ্রহন করেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার, চীনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চীন নিজ দেশের করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের জনগণ ও দেশগুলির পাশে দাড়িয়ে সমানতালে বৈশ্বয়িক দায়িত্বও পালন করছে। তারা বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ ও ভাতৃত্বপূর্ণ সর্ম্পক চিরদিন অটুট থাকবে। জাসদ এই মাস্কগুলি করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে পৌছে দিবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *