আজ ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় র‍্যালি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে এ র‍্যালি বের করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় শহরের মোজাহের পেট্রোল পাম্পের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তুফান কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহীন ও সদস্যসচিব মাসুম রানা সবুজ।

এছাড়াও যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিজয় দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় র‍্যালি

আপডেট সময়: ০৬:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে এ র‍্যালি বের করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় শহরের মোজাহের পেট্রোল পাম্পের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তুফান কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহীন ও সদস্যসচিব মাসুম রানা সবুজ।

এছাড়াও যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিজয় দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।