মাহফিজুল ইসলাম আককাজ ঃ বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধ পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগীয় জেলা সমূহের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ভিডিও কনফারেন্স শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু”টি বিভাগের জেলা ওয়ারী ৬নং সিরিয়ালে সাতক্ষীরা জেলার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের জন্য ত্রাণ বেশি বরাদ্ধের দাবী জানানো হয়, চিংড়ি প্রধান জেলার চিংড়ি রপ্তানী সমস্য ও জেলা দুগ্ধ খামারীদের দুধ বিত্রয় সমস্যা ভিডিও কনফারেন্সে তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সেনা বাহিনীর লে. কর্ণেল মো. ফারহান মনির, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান প্রমুখ।
Leave a Reply