করোনাভাইরাসের কারণে দেশের মানুষ এখন ঘরবন্দী। লকডাউনের কারণে অনেকেই পড়েছেন বিপাকে। এর মধ্যে অনেকের বাসায়ই দেখা দিয়েছে খাদ্য সংকট। নিম্ন আয়ের মানুষজন ত্রাণের জন্য দাঁড়াতে পারলেও, বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের লোকজন।
লকডাউনের কারণে অনেকেই বাজার-সদাই করতে পারেননি। এই তালিকায় আছেন চিত্রনায়িকা শাহনূরও। লকডাউনের কারণে মাসের বাজার করতে পারেননি এই চিত্রনায়িকা। ফলে তার বাসায় দেখা দিয়েছে খাদ্য সংকট। খবরটি জানার পর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই অভিনেত্রীর বাসায় চাল, ডাল, চিনি, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাঠানো হয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।তিনি বলেন, ‘লকডাউনের কারণে অনেকেই ঠিকমতো বাজার করতে পারিনি। শাহনূরের বেলাও তাই হয়েছে। আমরা যখনই বিষয়টি জানতে পারলাম, তখনই তার বাসায় প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাঠিয়েছি। এই সময় নিজেরাই নিজেদের পাশে দাঁড়াতে হবে।’
এদিকে শাহনূর বলেন, ‘এমন ঘটনায় সত্যি অবাক হয়েছি। সংকটের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ধন্যবাদ দিতে চাই।’ সুত্র:দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
Leave a Reply