নিজস্ব প্রতিনিধি: সরকারে সাধারন ছুটির মধ্যে দুই দফায় ১১০১ জন বিদেশ থেকে আমাশুনিতে ফিরেছেন। যাদের সবাইকে কোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছেন।
প্রকাশ ১ মার্চের পরে ১৭ মার্চ পর্যন্ত ১ম দফায় ৮৯৩ জন বিদেশ থেকে আশাশুনিতে এসেছিলেন। তাদেরকে হোম কোয়ারেনটাইনে রাখতে প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালান। এরই মধ্যে ১৮ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১১ দিনে আরও ২০৮ জন বিদেশ থেকে আশাশুনিতে ফিরেছেন। শেষে যারা ফিরেছেন তার মধ্যে শোভনালী ইউনিয়নে ২২ জন, বুধহাটা-১৭ জন, কুল্যা-৬ জন, দরগাহপুর-৭ জন, বড়দল-৪৫ জন, আশাশুনি সদর ৩৭ জন, শ্রীউলা-১০ জন, খাজরা-৩১ জন, আনুলিয়া-০৭ জন, প্রতাপনগর-১১ জন ও কাদাকাটি ইউনিয়নে ১৫ জন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকলকে কোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ শুরু করেছেন।
Leave a Reply