পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এবং নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে স্বাধীন হয় প্রিয় জন্মভূমি। এসময়টিতে তিনি পাকিস্থানের কারাগারে বন্দি ছিলেন। পাকিস্থানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধস্ত বাংলাদেশের পুনর্গঠনে মনোযোগী হন। তারই ধারাবাহিকতায় তৎকালীন এম এন এ শহীদ এম এ গফুরের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালের ২২শে ফেব্রুয়ারী খুলনা জেলার পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে মাটি কেটে বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের জন্মশতবর্ষ তথা মুজিব বর্ষে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোঃ আক্তারুজ্জামান বাবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ ও ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর একান্তিক প্রচেষ্টায় ঐতিহাসিক এ স্থানটি সংরক্ষনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে এবং সেখানে জাতির জনকের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
Leave a Reply