অদ্য ০৪১৫ ঘটিকায় বাগেরহাট জেলার শরণখোলা থানার অন্তর্গত মেহের আলী সংলগ্ন এলাকায় ১৪ জন ক্রু এবং আনুমানিক ৯৫০ টন ইউরিয়া সারসহ লাইটার জাহাজ এমভি নিউ পারভীন-২ ডুবোচরে আটকে পড়ে একদিকে কাত হয়ে যায়। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে বিসিজি স্টেশান দুবলার একটি উদ্ধারকারী দল আনুমানিক ০৫০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছায় এবং ০৫১৫ ঘটিকায় ১৪ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তিদের নামসমূহ- মোঃ জামাল হোসেন-গোপালগঞ্জ, উজ্জল হোসেন-নড়াইল, আরাফাত হোসেন-কিশোরগঞ্জ, সালমান মোল্লা-নড়াইল, শাহাদাথ হোসেন-চট্টগ্রাম, হারূন মোল্লা- নড়াইল, জাহাঙ্গীর-ফেনী, রবিন শেখ-ফরিদপুর, মাকিবুল ইসলাম-নড়াইল, রাকিবুল ইসলাম-মাদারীপুর, ্্্আরিফ হোসেন-মুন্সিগঞ্জ, হাসান শেখ-নড়াইল, মানিক হোসেন-নড়াইল, ইমাম হোসেন-নড়াইল। উদ্দারকৃতদেরকে জাহাজের মালিক পক্ষের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে উদ্ধার অভিযান,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply