শ্যামনগর ব্যুরো ঃ শিশুদের সুরক্ষায় দেশ ব্যাপি সমাজে সেবার অধীনে ইউনিসেফের সহায়তায় “চাইল্ড হেল্প লাইন ১০৯৮” চালু হয়েছে। দেশের যে কোন প্রান্তের কোন শিশু কোন ধরনের সহিংসা, নির্যাতনের স্বীকার হলে নিজে বা অন্য যে কোন ব্যক্তি বিনা মূল্যে ‘১০৯৮’ হেল্প লাইনে ফোন করে সহায়তা চাইতে পারবে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় শ্যামনগর উপজেলা হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, এনজিও সমন্বয় কমিটির সাধারন সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ। সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বর, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও কিশোর কিশোরীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান।
Leave a Reply