জেলার মডেল কমিউনিটি ক্লিনিক হিসাবে শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক নির্বাচিত

মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিককে জেলার মডেল কমিউনিটি ক্লিনিক হিসাবে নির্বাচিত করা হয়। সভায় সাতক্ষীরার সকল উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জেলার ২২৯টি কমিউনিটি ক্লিনিকের কার্য্যক্রম শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিকের অনুকরনে করার লক্ষ্যে ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি ক্লিনিকের বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে সিভিল সার্জন জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে তাদের অধীনস্থ সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে এই ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম তাদের ক্লিনিকে বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন এবং দেবীপুর কমিউনিটি ক্লিনিককে সমগ্র বাংলাদেশের মধ্যে মডেল কমিউনিটি ক্লিনিক হিসাবে গড়ার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, ইপিআই সুপারিটেন্ডন্ট, সকল উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআই, পরিসংখ্যনবিদ সহ অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *