ডাকসু ভিপির উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ ………………..বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহবায়ক তৌফিক উজ জামান পীরাচা ও যুগ্ম আহবায়ক জাসেম আলম এক যৌথ বিবৃতিতে ডাকসু ভিপি নুরুল হক নুর এর উপর মুক্তিযোদ্ধা মঞ্চ নামধারী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপন করেছে। বিবৃতিতে বলা হয়, আজ দুপুর আনুমানিক ১.০০ টা দিকে ডাকসু’র ভিপি কার্যালয়ে প্রবেশ করে ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের উপর অতর্কিত হামলা করে অফিস ভাংচুর সহ কয়েকজনকে মারাত্মক জখম করে। ডাকসু ভিপি নুরুল হক নুর এর উপর কখনও ছাত্রলীগ নামে কখনও মুক্তিযোদ্ধা মঞ্চের নামে বার বার হামলা-স্বাধীন ছাত্র আন্দোলনকে নিশ্চিহ্ন করার হীন মানসে একই চক্র দ্বারা সংঘটিত হচ্ছে। আমরা এ সকল হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

নেতৃবৃন্দ  এই হামলার বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান ও সারাদেশ জুড়ে চলমান ভয়-ভীতি প্রদর্শনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *