দেবহাটা ব্যুরো: বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দেবহাটা-আশাশুনি ঐতিহ্যবাহী বন্ধু মহল আয়োজিত রেডিয়াম লেজার কাঁচ দ্বারা নির্মিত ১৪ হাত শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে।
১নং কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের পৃষ্ঠপোষকতায়, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষ চন্দ্র মন্ডল, অজয় কুমার মন্ডল ও চন্দ্রকান্ত সরদারের সার্বিক সহযোগিতায়, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায়, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার দাশের বিশেষ সহযোগিতায় ও দেবহাটা-আশাশুনি বন্ধু মহলের সার্বিক পরিচালনায় টিকেট স্বর্গীয় মাদার চন্দ্র মন্ডল ও প্রভাষ চন্দ্র মন্ডল মহাশয়ের মৎস্য বড়ঘেরী প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় ১৭ ডিসেম্বর মঙ্গলবার মায়ের পূজা অর্চনা, ১৮ ডিসেম্বর বুধবার পদাবলী কীর্ত্তন, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাউল গান, ২০ ডিসেম্বর শুক্রবার সামাজিক নাটক, ২১ ডিসেম্বর শনিবার সামাজিক নাটক, ২২ ডিসেম্বর রবিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৩ ডিসেম্বর সোমবার রাত্র ১২.৩০ মিনিটে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কালীপূজা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
অন্যদিকে বৃৃহস্পতিবার কালীপূজা পরিদর্শন করেন, দেবহাটা উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক চন্দ্র কান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, গাজীরহাট মন্দির কমিটির কোষাধ্যক্ষ বলরাম স্বর্নকার, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, বন্ধু মহলের সভাপতি অজয় কুমার মন্ডল,সহ-সভাপতি বিকাশ কান্তি হালদার, তন্ময় মন্ডল, সাধারণ সম্পাদক সুধাংশু মন্ডল, সাংগঠনিক সম্পাদক গৌতম মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মহোন লাল মন্ডল প্রমুখ।
এ সময় বন্ধু মহলের সভাপতি অজয় মন্ডল বলেন, প্রচন্ড শৈতপ্রবাহ উপেক্ষা করে প্রতিদিন হাজারও মানুষ দূর-দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসছে। এছাড়া অনুষ্ঠান ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সেচ্ছাসেবক কর্মীরা তৎপর রয়েছে। আশা করছি আগামীতে আরও সুন্দর হবে।
Leave a Reply