সাতক্ষীরা: মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পেশাদার গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলার প্রতিটি ডিপার্টমেন্টেকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজে গিয়ে বিআরটিএ’র নিয়মকানুন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। উপজেলায় উপজেলায় যোগ্যদের ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করার ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ নিয়ে দায়িত্বশীলতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন।
সভায় চিকিৎসক, বিআরটিও ও পুলিশ কর্মকর্তা এবং পেশাদার ড্রাইভাররা উপস্থিত ছিলেন।
Leave a Reply