শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার জন্য মামলা হয়েছে। গত ১৬ ডিসেম্বর উপজেলা সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা ওসি এলএসডি (অফিসার ইনচার্জ লোকাল ষ্টোরেজ ডিপো) আমিনুর রহমান শ্যামনগর থানায় চেয়ারম্যানসহ ১১জনের বিরুদ্ধে ২১ নং মামলা করেন। গত ১৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।
মামলা সূত্র মতে, কৈখালী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর তালিকায় অনিয়মের অভিযোগ উঠায় নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা খাদ্য পরিদর্শক সোহরাব হোসেনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত দল গঠন করেন। ঘটনাস্থলে তদন্তের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এর সাথে আমিনুর রহমানের বিরোধ বাধে। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম রাগন্নিত হয়ে আমিনুর রহমানের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্চিত করে।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, হয়রানির করার জন্য পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে।
Leave a Reply