সাতক্ষীরায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মোহনা টিভির দর্শক ফোরাম আয়োজিত দশম বছরে পদার্পন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দর্শক ফোরামের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, পুলিশের বিশেষ শাখার এএসপি সাইফুল ইসলাম ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য শাহনাজ পারভীন মিলি, জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, স্বদেশের নির্বাহি পরিচালক মধাব দত্ত, ডিএসবির ওসি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো: আব্দুল জলিল। এর আগে প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply