নিজস্ব প্রতিনিধি : ব্যতিক্রম ও অভূতপূর্ব এ আয়োজনটির পরিসর বড্ড ছোট, বৃহৎতম পরিমন্ডলে হওয়া দরকার ছিল। আসলেই এটি সম্প্রীতির মেলবন্ধন। সাতক্ষীরার এক রাজনৈতিক দুর্যোগের মধ্যে ২০১৩ সালে সাতক্ষীরা প্রেসক্লাব সাহস নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দাড়িয়ে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধনের অনুষ্ঠানের যাত্রা শুরু করে তা আসলে অন্যন্য। এটি দেশের মধ্যে একমাত্র, আমরা অভিভুত। গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সম্প্রীতির সেতুবন্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগময় হয়ে অতিথিরা এভাবে অভিব্যক্তি ব্যক্ত করেন।
জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে মিলন মেলায় পরিনত হয় সাতক্ষীরা প্রেসক্লাব। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রি, আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতিত্ব অধ্যাপক আফম রুহুল হক এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রিয় পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা-১ আসনের সাংসদ এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় গেয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলী, জেএসডি সাধারন সম্পাদক সুধাংশ শেখর সরকার, সিএন্ডএফ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্ব নাথ ঘোষ প্রমুখ।
সভায় অতিথিরা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সূচনা হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের। বঙ্গবন্ধুর ডাকে সেদিন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মাতৃভূমির স্বাধীনতা অর্জন করেছিল। রচিত হয়েছিল এক অসাম্প্রদায়িক সংবিধান। সেদিনের সেই সম্প্রীতির সেতুবন্ধন আজও অম্লান। আগামিতেও তা অটুট থাকবে।
Leave a Reply