তালা প্রতিনিধি: মঙ্গলবার সকালে তালা উত্তরণ আইডিআরটিতে সরকারী কর্মকর্তাদের সাথে শিবসা ও কপোতাক্ষ যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উত্তরণের মিশন ভিশন নিয়ে কথা বলেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ সাক্ষরের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ভট্টাচার্য্য, পাউবো’র যশোরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ হোসেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক হাওলাদার, পাইকগাছা যুব উন্নয়ন অফিসের গোবিন্দ কুমার দে, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, পানি কমিটি নেতা শেখ আব্দুল হান্নান, মীর জিল্লুর রহমান, আশরাফুন্নাহার আশা এবং উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নদী, জলাবদ্ধতা ও জেন্ডার বিষয়ে অতিথিবৃন্দ যুবদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন।
Leave a Reply