প্রাণ সায়র এর পাড় পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট : ‘ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ একদিন এক ঘন্টা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’ শ্লোগানে সাতক্ষীরায় এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে।  সোমবার সকাল ৮টায় প্রাণ সায়র খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
প্রাণ সায়র খালে পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে জেলা প্রশাসক খালের দু‘পাড় পরিস্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রত্যেককে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশ-পাশ পরিস্কার করে রাখতে অনুরোধ জানিয়ে বলেন, কোন প্রতিষ্ঠানের পাশে ময়লা আবর্জনা পাওয়া গেলে ঐ প্রতিষ্ঠানকেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি পেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *