আশাশুনিতে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনিতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার খাজরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
ধর্ষকের নাম লিটন গাজী (২৪)। সে খাজরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আসাদুল গাজীর ছেলে।
পুলিশ জানান, লম্পট যুবক লিটন বিভিন্ন সময় খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্তক্ত করতো। এরই জের ধরে শনিবার ভোর রাতে ওই মাদ্রাসা ছাত্রীর বাড়িতে গিয়ে লিটন জোর পূর্বক তাকে ধর্ষন করে। এ সময় তার আতœচিৎকারে স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে লম্পট লিটনকে হাতে নাতে ধরে ফেলে। পরে তারা পুলিশে খবর দেয়। এরপর শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ধর্ষককে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, আটক লিটন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এলাকার বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে সে জড়িত রয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ধর্ষক লিটনের বিরুদ্ধে ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রীর বাবা জিয়ারুল সরদার আশাশুনি থানায় মামলা দায়ের করেছেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *