কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন প্রশসানমন্ত্রনালয়ের অধিনে বিসিএস মাঠ প্রশাসন মিড ক্যারিয়ার প্রশিক্ষণ কোর্সের ৩৯তম ব্যাচে মনোনিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ন্যাশনাল সেন্টার ফর গুড গভান্সেস বিষয়ে আগমি ৮ জুলাই হতে ১৯ জুলাই ভারতের মশূরে প্রশিক্ষণ কেন্দ্রে অংশ নিবেন। প্রশিক্ষনকালে সফল ভাবে কোর্স সম্পন্ন করে দেশের সেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন। তিনি ৮ জুলাই বাংলাদেশ থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারতে রওনা দিবেন। জন প্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে জানাগেছে সারাদেশ থেকে ২৯জন কর্মকর্তাকে ৪ জুলাই দুপুর আড়াইটায় সচিবলয়ের গ্রস্থগারে ব্রিফিং দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এক বিশেষ স্বাক্ষতকারে বলেন, বিসিএস পাশ করে ২০১৩ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করি। চাকুরীর শুরুতে পিরোজপুরে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করি। এরপর ভোলায় তিন বছর চাকুরী করে সেখান থেকে বরিশালের মূলদী, মেহেদীগঞ্জ, ফরিদপুরের নগরকান্দায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করি। পরে প্রোমশন নিয়ে ২০১৮ সালের আগষ্ট মাসের ২৭ তারিখে কালিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করি। এটাই আমার জীবনে সরকারি ভাবে বিদেশ যাওয়ার প্রথম সফর। আমার বিদেশে প্রশিক্ষণ কালিন সময়ে সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন অতিঃ দায়িত্ব হিসেবে ইউএনও এর দায়িত্ব পালন করবেন।
Leave a Reply