বরগুনায় হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় প্রকাশ্য দিবালোকে বর্বর মধ্যযুগীয় কায়দায় রিফাত হত্যাকা-ের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম। মানববন্ধনের বক্তারা বরগুনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ভবিষ্যতে এ ধরণের নৃশংসতারোধে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান।
সভায় বক্তব্য রাখনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, বাসদ নেতা এড. শেখ আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও এম কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সিপিবি নেতা কমরেড আবুল হোসেন, মধাব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণ দত্ত্ব দাস, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সরদার কাজেম আলী, এড. মনির উদ্দিন, এড. এবিএম সেলিম, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এসএম রফিকুল ইসলাম, এড. অনিত মুখার্জী, মকবুল হোসেন, সাংস্কৃতিক কর্মী চৈতালী মুখার্জী, সুমন মুখার্জী, সাংবাদিক এম জিল্লুর রহমান, শেখ মাসুদ হোসেন, মনিরুজ্জামান জোয়ার্দ্দার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *