নিজস্ব প্রতিবেদক:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক পাঠাগার’র নতুন শাখার ভিওিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল বিকালে ইউনিয়নের পূর্ব নাকনা চেয়ারম্যান বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরে নব নির্মিত জামে মসজিদের পাশে এ পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঠাগারের আহবায়ক তোষিকে কাইফু’র সার্বিক তত্ত্বাবধানে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক পাঠাগার’র নতুন শাখার উদ্বোধন করা হয়। অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক পাঠাগার এর সৌজন্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত বই, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সাহিত্যের বই সহ শতাধিক বিভিন্ন লেখকের বই উক্ত পাঠাগারে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন ইসলাম, কৃষকলীগ নেতা আবু হাসান, বিশিষ্ট ব্যবসায়ি খালেকুজ্জামান খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার, সাবেক ছাত্রনেতা মাষ্টার শামীমুজ্জামান পলাশ, মোস্তাফিজুর রহমান, ইয়াসির আরাফাত পরাগ, শামীম হোসেন বুলেট, ওহিদুল্লাহ কামাল, বিল্লাল হোসেন বিল্লু, গৌরাঙ্গ সেন, রঞ্জন মণ্ডল, ঈতু খান, মামুন জোয়ার্দার সহ প্রমুখ।
Leave a Reply