০৮ জুন, ২০১৯ |
সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনা ও সাংবাদিকদের অভ্যন্তরীণ গন্ডগোলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তিনি। নীচে তা তুলে ধরা হল : প্রেস বিজ্ঞপ্তি গত ৩০ মে, বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকরা নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এ ঘটনা নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে যা খুবই স্বাভাবিক। মারপিটে আহত সাংবাদিকদের ব্যাথায় আমিও ব্যাথিত। সাংবাদিকদের একে অপরের ওপর এ ধরনের হামলা সকলের জন্য বিব্রতকর। অত্যন্ত দুঃখের বিষয় এই ঘটনাকে পুঁজি করে একটি কু-চক্রী মহল আমাকে জড়িয়ে গুটিকয়েক সংবাদপত্রে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে, যা মোটেও আমার জন্য কাম্য নয়। সাংবাদিকদের অভ্যন্তরীণ গন্ডগোলে এভাবে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় প্রমাণ করে যে, স্বাধীনতা বিরোধীচক্র আজও সক্রিয়। সাংবাদিকতার মত মহৎ পেশায় থেকে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করলে তা কখনও দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনে না। আমি সকল সাংবাদিকদের-কে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানাচ্ছি। আসুন আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলি, আগামী প্রজন্মকে একটি সুন্দর সাতক্ষীরা উপহার দেই। আমার প্রত্যাশা সর্বমহলের দায়িত্বশীল ভূমিকা সাংবাদিকদের মধ্যে সৃষ্ট ক্ষোভের অবসান ঘটাবে।
Leave a Reply