শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির অভিনন্দন
শ্যামনগর ব্যুরো ঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প ও ব্যানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল কে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যার কে শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির পক্ষ হতে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা সভাপতি এ্যাডঃ আঃ রশিদ, সহ-সভাপতি এ্যাডঃ আজিবর রহমান, আশরাফুল হাসান, জিএম আব্দুল কাদের, সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন, আদম আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লাবু সহ ১২ টি ইউনিয়নের সভাপতি সম্পাদক।
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
শ্যামনগর ব্যুরো ঃ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের যৌথ সাক্ষরিত শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষনা করায় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় সাবেক ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে শেষ হয়। মিছিল শেষে শ্যামনগর প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে হাফিজুর রহমান হাফিজ বলেন, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করে জেলা কমিটি মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে বিতর্কিত সাগর কুমার মন্ডল কে সভাপতি ও মোস্তাফিজুর রহমান রনি কে সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে যাহা সাংগঠনিক পরিপন্থি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করার জন্য জেলা কমিটির সভাপতি ও সম্পাদককে আহবান জানান। বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদক এ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করে।
Leave a Reply