সাতক্ষীরার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবিউল ইসলাম উচ্চ শিক্ষা গ্রহনের জন্য ফিলিপাইনে যাচ্ছেন


নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সভাপতি রবিউল ইসলাম ৯জুন শিক্ষা সফরের জন্য ফিলিপাইনে যাচ্ছেন। তিনি সাতক্ষীরা জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরর অর্জন করায় তাকে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও পণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ফিলিপাইনে সফরের জন্য মনোনিত করেছেন। আগামী ৯জুন তিনি কলারোয়া থেকে ফিলিপাইনে রওনা দেবেন। তিনি এক সপ্তাহের জন্য সেখানে অবস্থান করবেন। ফিলিপাইনের বিভিন্ন স্কুলে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কর্মকান্ড ঘুরে দেখবেন। উল্লেখ্য-রবিউল ইসলাম কলারোয়া উপজেলার খোরদো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিকে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও পণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ফিলিপাইনে সফরের জন্য জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবিউল ইসলামকে মনোনিত করায় কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দিন অভিনন্দন জ্ঞাপন করে বলেন-আমাদের শিক্ষকদের গর্বের বিষয়। প্রতি বছর সকল জেলা থেকে একজন করে শিক্ষক যেন বিভিন্ন দেশে শিক্ষা সফরে যেতে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তার জন্য শিক্ষা মন্ত্রনালয়কে সু-দৃষ্টি কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *