নিজস্ব প্রতিবেদক :
আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ জুন ২৭ রমজান রোববার আলীপুর চেকপোস্ট এলাকার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন তরুণলীগের আহবায়ক মোঃ কবির হোসেন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি মোঃ শাহানুর ইসলাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সদর উপজেলা আওয়ামী তরুণলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পদাক আনিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের যুগ্ম সম্পাদক জিয়াউলসহ থানা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের সদস্য সচিব মোঃ লালন হোসেন।
Leave a Reply