এসবিনিউজ ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, ও জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান বৃহস্পতিবার নগরীর রূপসা ঘাটে নবনির্মিত বাস টার্মিনালসহ তৎসংলগ্ন বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তাঁরা টার্মিনালের উত্তর পার্শ্বস্থ নদী ভাঙ্গন রোধকল্পে নির্মিত প্রাচীর সংলগ্ন সরকারি জায়গায় নগরবাসীর চিত্ত বিনোদনের লক্ষ্যে কেসিসি প্রস্তাবিত পাবলিক পরিসর নির্মাণের স্থানও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, নাগরিক সেবা বৃদ্ধির ধারাবাহিকতায় রূপসায় দৃষ্টিনন্দন বাস টার্মিনালসহ নদীর উভয়পাড়ে পন্টুন এবং রাস্তা ও ফুটপাথ নির্মাণ করা হয়েছে। রূপসা নদীর পাড়ে টার্মিনাল সংলগ্ন উত্তর পাশের জায়গাটি কেসিসি’র অনুকূলে বরাদ্দ দেয়া হলে সেখানে নগরবাসীর জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে।
বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ ও জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান উভয়েই সিটি মেয়রের প্রস্তাবটিকে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে সিটি কর্পোরেশনের এ প্রস্তাব বাস্তবায়নে সম্ভব সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কেসিসি’র কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান, মোঃ মাহবুব কায়সার, মোঃ গিয়াস উদ্দিন বনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া ফারুক, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, মোঃ আব্দুল আজিজ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সহকারী কঞ্জারভেন্সী অফিসার শেখ হাফিজুর রহমান, নরুন্নাহার এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply