স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম আগামী ১১ ফেব্রয়ারি থেকে শুরু হবে।
এ লক্ষ্যে মুক্তিযোদ্ধা দাবিদারদের আগামী ৫ ফেব্র“য়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ফরম সংগ্রহণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম পূরণ করে আগামী ৮ ফেব্র“য়ারি বিকেল পাঁচটার মধ্যে বর্ণিত শাখায় জমা দিতে হবে।
গত ১ ফেব্র“য়ারি খুলনা মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply