শ্যামনগরে মোবাইল কোট পরিচালনায়
বংশীপুর বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্যামনগর ব্যুরো ঃ রবিবার শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারে মোবাইল কোর্ট পরচিালনা করা হয়। মোবাইল র্কোট পরিচালনাকালীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ও ১০ হাজার টাকার আটককৃত মেয়াদোত্তীর্ন পণ্য ধ্বংস করা হয়। মোবাইল র্কোট পরিচালনা করনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সুজন সরকার। এ সময় উপস্থতি ছিলনে উপজেলা স্যানটিারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মুদি দোকানদার মোহাম্মদ গাজীকে ৫ হাজার ও আনিসুর রহমানকে ২ হাজার টাকা দুই প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয় ও দোকানদারকে সর্তক করা হয়।
শ্যামনগরে প্রতিপক্ষের লাঠি, রড ও ধারালো অস্ত্রের আঘাতে
৪ ব্যক্তি গুরুতর আহত
শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দা, লাঠি ও লোহার রডের আঘাতে ৪ ব্যক্তিকে গুরুতর আহত করে। আহতরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা নং- ১২/১৯। মামলার নথি সূত্রে জানা যায় মামলার বাদী শ্যামনগর উপজেলার সেন্ট্রাল-কালিনগর গ্রামের মৃত কালিপদ সরদারের পুত্র ত্রিদীপ কুমার সরদার মামলার এজাহারে উল্লেখ করেছেন- জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষরা শত্রুতা পোষন করে আসছে। এক পর্যায়ে ১১ মে দুপুর ১ টার পরে ত্রিদীপের ভাই লিটন সরদার নিজ ব্যবসা ক্ষেত্র ফুলতলা ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ একই গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র মোজাম গাজী, মোজাম গাজীর স্ত্রী ফাতেমা বেগম, পুত্র নয়ন, কন্যা মমতাজ খাতুন ও হরিণগর-সিংহড়তলী গ্রামের সুরাত শেখের পুত্র আলমগীর দলবদ্ধ হয়ে লিটনের উপর হামলা করে। কথা কাটাকাটির একপর্যায়ে দা, লাঠি ও লোহার রড দিয়ে লিটনকে বেপরোয়া মারপিঠ করে তার কাছে থাকা দোকানের ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এসময় লিটনের চিৎকারে ত্রিদীপ ছুটে যেয়ে তাকে মারপিঠ করার কারন জানতে চাইলে তাকেও মারপিঠ করে। এসময় তার কাকা প্রশান্ত, প্রশান্তের পুত্র মদন মোহন ও গৌতম ঠেকাতে গেলে তাদেরকেও মারপিঠ করে আহত করে। তাদের চিৎকারে মামলার সাক্ষীরা সহ আরও লোকজন এসে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ত্রিদীপ কুমার সরদার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা নং-১২, তাং- ১১/০৫/২০১৯।
Leave a Reply