দেবহাটায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের নির্দেশনায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার থেকে শুরু হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা। রবিবার সকাল ১০টায় বর্নাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভার মধ্য দিয়ে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে এবং বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালের সঞ্চালনায় সভাটিতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। পরে উপস্থিত অতিথিবৃন্দরা বিজ্ঞান মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *