নিজস্ব প্রতিবেদক :
সদ্য প্রয়াত সাতক্ষীরার প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ খানের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. আল মাহমুদ পলাশ। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল, প্রতিষ্ঠানিক শাখার যুগ্ম সম্পাদক এড. হাবিব ফেরদাউস শিমুল, ডাঃ আব্দুল কাদের, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
শোকসভায় বক্তারা বলেন, সামাদ খান ছিলেন আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। যে কারণে তাকে বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার হতে হয়েছে অনেকবার। কিন্তু তারপরও তিনি আওয়ামীলীগের আদর্শ থেকে সরে যাননি। তার মৃত্যুতে সাতক্ষীরায় আওয়ামীলীগ একজন ত্যাগী ও প্রবীননেতা কে হারিয়েছে। এই নেতাকে সাতক্ষীরাবাসী সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি আজীবন নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবেন।
Leave a Reply