নিজস্ব প্রতিনিধি :
কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে খরিপ ১, ২০১৯-২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচিতে বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে এ সার ও বীজ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জি এম শফিউল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শেখ ফজলুল হক মনি। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। তিনি বলেন কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। কৃষি এদেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম উৎস। আমাদের দেশে খাদ্য উৎপাদনে সিংহভাগ ভূমিকা পালন করে কৃষক। এখনও এদেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থান হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। বর্তমান সরকার, কৃষি খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। এছাড়া আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রাণী ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, দৈনিক কালের চিত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক আতিকুর রহমান সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, কৃষক, কৃষানী, সুধি ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে ৫০০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়।
Leave a Reply