নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালা উপজেলার সুজুনশাহা ঋর্ষি পাড়া এলাকায় সড়কের পাশের ৪টি মেহগনি গাছ কাটার সময় বুধবার সকালে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এরপর থেকে গাছ মালিক ফের গাছ কাটার জন্য বিভিন্ন জায়গায় প্রশাসনকে ম্যানেজ করতে দৌড় ঝাপ শুরু করেছে।
জানা গেছে,তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজুনশাহা ঋর্ষি পাড়া এলাকায় সরকারী রাস্তার লাগানো ৪টি মেহগনি বড় সাইজের গাছ যার মূল্য ৪০ হাজার টাকার স্থানীয় এক কাঠ ব্যবসায়ী উজিরের কাছে বিক্রয় করে দিয়েছে সুজুনশাহা গ্রামের মহাসীন শেখ ।
বুধবার সকালে কাঠ ব্যবসায়ী গাছগুলো কাটতে থাকলে এলাকাবাসী উপজেলা সহকারী ভুমি অফিসে জানায়। সহকারী ভুমি কমিশনার অনিমেষ বিশ্বাস স্থানীয় ইউনিয়ন ভুমি অফিসকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। ইউনিয়ন ভুমি অফিসার ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
ঐ ৪টি গাছের মধ্য থেকে দু’টি গাছ আগেই নিয়ে যায় কাঠ ব্যবসায়ী। গাছ কাটা বন্ধ করার পর থেকে গাছ মালিক গাছগুলো তার নিজের দাবী করে বিভিন্ন জায়গায় প্রশাসনকে ম্যানেজ করতে দৌড় ঝাপ শুরু করে দিয়েছে। তবে গাছের মালিক মহাসীন শেখ তার নিজের জমিতে গাছ দাবি করেছেন।
Leave a Reply