শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে বৃদ্ধ পিতাকে ব্যবহার করে ভুল বুঝিয়ে আত্মসাতের চেষ্টায় দুই ভাই ষড়যন্ত্র করে অপর একভাই ও ৫ বোনের শরীক অংশ আত্মসাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে বোনদের পক্ষে বড় ভাই শ্যামনগর সাব-রেজিষ্ট্রার বরাবর অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাই হাজী শাহাদাৎ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন- শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী গ্রামের এম এম সামসুল হকের ৪ পুত্র ও ৫ কন্যা। শাহাদাৎ হোসেন সামছুল হকের বড় পুত্র। পিতা সামছুল হক নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল। বর্তমান তিনি ৯৫ বছরের বৃদ্ধ ও মতিভ্রম হয়ে পড়েছেন। এ সুযোগে পরসম্পদ লোভী দুই ভাই এম এম সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান বৃদ্ধ ও মতিভ্রম পিতাকে ব্যবহার করে অন্য ভাইবোনদের শরীক অংশ আত্মসাতের লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্র করে আটুলিয়া ও নওয়াবেঁকী মৌজার জেএল নং- ১০৭ ও ১০৮, ডিপি খতিয়ান- ৬২২,৪৪৫, সাবেক দাগ- ৫০৯৯, ৫০৯৫, হাল দাগ- ১০৮৫, ১০৮৪, ১০৮৩, ১০৯১, জমির পরিমান ৬ একর ৭ শতক সম্পত্তিতে তাদের শরীক অংশ যাহাতে আত্মসাৎ করতে না পারে সে দাবিতে সেলিনা আক্তার, নার্গিস আক্তার, নাসরিন আক্তার, নাজমা আক্তার ও কামরুন নাহার-এ ৫ বোনের পক্ষে বড় ভাই শাহাদাৎ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাব রেজিষ্ট্রার শ্যামনগর বরাবর অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
Leave a Reply