কুলিয়ায় সরকারী খাল দখলের মহোৎসব


নিজস্ব প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে জানাযায়, কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা ডেতপোতা খালটি কুলিয়া ইউনিয়নের বৃহত্তম৭, ৮ও ৯ নং ওয়ার্ড এর হাজার হাজার বিঘা ঘেরের পানি উঠানো ও নিষ্কাশনের একমাত্র পথ।কিন্তু অত্র এলাকার কিছু প্রভাবশালী স্বার্থন্বেশী মহল গায়ের জোরে প্রভাব খাটিয়ে উক্ত খালটির দুইপাশে দখলদারিত্ব উৎসবে মেতে উঠেছে। শশাডাঙ্গা ব্রীজের দুই পাশে কেয়ামদ্দীন গাজীর পুত্র বিএনপি নেতা বহু নাশকতা মামলা ও অস্ত্র মামলার আসামী মোকছেদ আলী, বিমল সরকারের ছেলে ইন্দ্রজিৎ, সাহাবুদ্দীন সহ দোকানঘর, হ্যাচারী, মাছের ডিপো, মাছের সেঠ নির্মান করেছে।এলাকাবাসী অভিযোগ করে বলেন খাল গুলি দখল করার কারনে প্রতি বছর সুষ্ঠ ভাবে ঘেরে পানি উত্তোলন ও নিষ্কাশন সম্ভব হয় না।যার কারনে বর্ষায় ঘের গুলি প্লাবিত হয়ে ঘের ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়।অনেকবার খালটি দখল মুক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আমরা কোন সুফল পায়নি।এব্যাপারে আগামী বর্ষার আগে উক্ত খালটি দখল মুক্ত করার জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ দাবী করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *