নিজস্ব প্রতিনিধি ঃ ছিনতাইয়ে বাধা দেওয়ায় আশা সমিতির এক মাঠ কর্মীকে গলা ও জিহবা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গাভা বাবলাতলা মাছের সেটের পাশে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাংদহা বাজারের ডাঃ সুমল সরদার জানান, আশা সমিতির ব্যাংদহা শাখার মাঠ কর্মী কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙার জাহাঙ্গীর হোসেন (৩০) সোমবার রাত সাতটার দিকে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে তিনি গাভা বাবলাতলা মাছের সেটের পাশে ভেড়িবাঁধের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে আসা তিনজন তার বাই সাইকেলের গতিরোধ করে। এ সময় তার ব্যাগে থাকা ঋণ ও সঞ্চয় আদায়ের ১৫ হাজার টাকা কেড়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় তার গলায় ও জিহবা ব্লেড দিয়ে কেটে ক্ষত বিক্ষত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তার কাছে প্রাথমিক চিকিৎসা করায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশা সমিতির ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন ছিনতাই এর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’ সপ্তাহ আগে জাহাঙ্গীর তাদের অফিসে যোগদান করেছে।#
Leave a Reply