শ্যামনগর ব্যুরো: “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার”-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্র্যাকের উদ্যোগে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এবং সহযোগী সংস্থা সমূহের আয়োজনে শ্যামনগরে বিশ্ব যক্ষ্মা দিবস- ২০১৯ পালিত হয়েছে। ২৭ মার্চ সকাল ১০ টায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেকশনের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় হাজির হয়। ব্র্যাকের উপজেলা ম্যানেজার (টিবি) মোঃ আলাউদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ান রাইসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন, মোঃ হাবিবুর রহমান, অর্পনা কর্মকার প্রমুখ। বক্তাগণ বলেন, দিবস পালন মানে গণসচেতনতা বৃদ্ধি করা। এছাড়া যক্ষ্মা রোগের লক্ষন ও চিকিৎসা সেবা সম্পর্কে আলোচনা করেন। বক্তাগণ আরও বলেন বিনামূল্যে প্রতিদিন ১১৫ জন যক্ষ্মা রোগীকে সেবা প্রদান করা হচ্ছে।
Leave a Reply