শ্যামনগরে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

শ্যামনগর ব্যুরো: ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২১ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ বিশেষ সভায় সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল বলেন, নির্বাচনে সুষ্ঠ এবং শান্তি পূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসন খুবই আন্তরিক। তিনি সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহব্বান জানান। তিনি আরও বলেন, ভোট প্রদানে বাঁধা সৃষ্টিকারী সহ ভোট সংক্রান্ত সকল অনিয়ম কঠোর হস্তে দমন করা হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমীর। এছাড়া বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন। এ বিশেষ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থী, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, ইমাম ও পুরোহিত সমিতির সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *