এম আফজাল হোসেন: শনিবার শহরে সড়ক দুর্ঘটনায় নওশীন আরা ঈশিতা নামে এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে পার মাছখোলা গ্রামের ঠিকাদার নুরুল ইসলামের কন্যা। ঘটনা সূত্রে যানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে ভ্যানযোগে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে শহরের পোস্ট অফিস এলাকায় ইজি বাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যান চালক আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় সে পরীক্ষায় অংশ নেয়। ঈশিতার মা ঐশি জানান, প্রতিদিনের মত আমার মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলাম। পোস্ট অফিস মোড় এলাকায় ইজিবাইক ট্রাক-মাহিন্দ্রার প্রচ- জ্যাম থাকে ছিল। এসময় পিছন থেকে একটি ইজি বাইকের ধাক্কায় আমরা পড়ে যাই।’
প্রকৃতপক্ষে এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে। শহরের ব্যাটাচালিত ভ্যান এত বেশি যে, মেইন সড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে ভ্যানের এত বেশি চলাচল এবং অসাভাবিক চলাচল যে বড় যানবহনগুলো চলাচল করতে অনেক বেশি যামে পড়ে। মহাসড়কে অতিরিক্ত ভ্যান এবং ইজি বাইকের কারণে যানজট এবং দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে। অতিদ্রুত এর বিরুদ্ধে অভিযান পরিচালনা না করলে মহা সড়কে অতিরিক্ত ভ্যান এবং ইজিবাইক চলাচল এর কারণে দুর্ঘটনা এবং যানজট লেগেই থাকবে। এর জন্য জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।
Leave a Reply