৩ সীমান্তে বিজিবির অভিযানে মালামাল জব্দ, আটক-১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৩১ হাজার ১’শ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার ভোরে কাকডাঙ্গা, তলুইগাছা ও হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে, চা পাতা ২৮৪ কেজি, দুটি বাইসাইকেল, ইদুর মারা বিষ ৩৮ কেজি ও পোস্তদানা ১৬ কেজি।
এ সময় বিজিবি এক চোরাকারবারীকে আটক করেছে। আটক চোরাকারবারীর নাম ইয়ারুল ইসলাম (৪৩)। সে কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সোকিকাঠি গ্রামের মৃত হজরত আলী সরদারের ছেলে। বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৯৯ কেজি ভাতীয় চাপাতাসহ চোরাকারবারী ইয়ারুলকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করে। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ও হিজলদি সীমান্তে স্ব-স্ব বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চাপাতা ১৮৫ কেজি, দুটি বাইসাইকেল ও ৩৮ কেজি ইদুর মারা বিষ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য ১ লাখ ৩১ হাজার ১’শ টাকা বলে বিজিবি আরো জানায়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *