শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন যুবলীগের সর্ব স্তরের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য জেলা ও উপজেলার যুবলীগের নেতৃবৃন্দ আহব্বান জানিয়েছেন। সম্প্রতি শ্যামনগরে জাতীয় সংসদ নির্বাচনে কিছু কুচক্রী মহল তাদের ফেসবুক আইডি ও বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় রমজাননগর ইউনিয়ন যুবলীগের বহিঃস্কৃত সাবেক সভাপতি সোহরাব হোসেন যুবলীগের নাম ব্যবহার করে ৩১/০১/২০১৯ তারিখে ফেসবুক ও বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর প্রেস বিজ্ঞপ্তি পরিবেশন করে নিজেকে সভাপতি দাবী করছে। এ বিষয়ে খোজ খবর নিলে জানা গেছে, গত ২৬/০২/২০১৮ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক সভাপতিকে বহিস্কার করে রমজাননগর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এ সকল বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান সত্যতা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, জেলা যুবলীগের নির্দেশনায় আমার ও জেলা সদস্য আব্দুল মজিদ গাজীর নেতৃত্বে উপজেলা যুবলীগের কমিটি পরিচালিত হয়। বর্তমান সময়ে উপজেলা যুবলীগের গতিশীল সাংগঠনিক কার্যক্রমে ঈর্শ্বানিত হয়ে কিছু কু-চক্রী মহল এধরনের সংবাদ পরিবেশন করছে। তারই ধারাবাহিকতায় রমজাননগর যুবলীগের বহিঃস্কৃত সাবেক সভাপতি ইউনিয়ন নেতাকর্মীদের বিভ্রান্তি করার চেষ্টা করছে। আরও বলেন, রমজাননগর ইউনিয়ন নেতাকর্মীদের বর্তমান আহবায়ক কমিটি ও আহবায়ক জি এম আব্দুল্যাহ আল মামুনের উপর আস্থা রেখে সংঘবদ্ধ ভাবে সকল কার্যক্রম অব্যাহত রেখে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার স্বপক্ষে ও সমর্থিত প্রার্থীর পক্ষে সকল কার্যক্রম অব্যহত রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে মোবাইল ফোনে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি তার সত্যতা প্রকাশ করে বলেন, প্রায় ১বছর পূর্বে সাংগঠনিক কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের জন্য সোহরাব কে বহিস্কার করে উক্ত কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেওয়া হয় এবং জেলা ও উপজেলা যুবলীগ কমিটির স্বাক্ষরিত আহবায়ক কমিটি ঘোষণ করা হয়। সোহরাব যুবলীগের কেহ নয়। ভবিষ্যতে এ ধরনের কোন প্রকার কার্যক্রমে নিয়োজিত হলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ তথ্য নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ গাজী।
Leave a Reply