দেবহাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি ঘরে অগ্নিকান্ড

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুরু হওয়া অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে দুটি বসত ঘরের আসবাবপত্র। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে দেবহাটার পারুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এঘটনা ঘটে। অগ্নিকান্ডে নিশ্চিন্তপুরের ফজর আলী বিশ্বাসের পুত্র দিনমজুর জালাল বিশ্বাসের দুটি বসতঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে প্রথমে জালাল বিশ্বাসের বাড়ীর কাঠ ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দুটি বসত ঘরে। পরে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের যাবতীয় আসবাবপত্র ও অন্যান্য মালামাল। অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *