শহর প্রতিনিধি: নব-দিগন্ত সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মুকন্দপুর ঈদগাহ ময়দানে প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সিরাজুল প্রসারী, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক, মো. বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আফছার উদ্দীন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে কাজ করছে। মানুষ মানুষের জন্য। একেকজন ব্যক্তি ৩টি করে কম্বল অসহায় মানুষকে দিলে দেশের সকল শীতার্থ মানুষ শীতের কষ্ট থেকে রক্ষা পাবে। বঙ্গবন্ধু সোনার দেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের সময় দেশের দারিদ্রের হার কমে গেছে। নব দিগন্ত সংস্থা যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে তেমনি অন্যান্য সংস্থাকে দেশ গড়তে মানুষের পাশে দাড়াতে হবে।
Leave a Reply