নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদন ও মেধা বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবই ও শ্রেণি কক্ষে আবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে পড়া-লেখার পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্যচর্চা, খেলাধুলা ও শারীরিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখা-পড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে হবে। সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুল এ জেলার শিক্ষাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রধান শিক্ষক রফিকুল হাসানসহ শিক্ষকমন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। স্কুলটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আগামী দিনেও এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সাহিত্যিক তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মো. সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন রিনা রানী রায়। এসময় সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মিসেস রাফিজা খাতুন ও বৈদ্যনাথ কুন্ডু।
Leave a Reply