সংবাদ দাতা: সাতক্ষীরা পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় পৌরসভার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা প্রাকটিকাল অ্যাকশন এর বাস্থবায়নে মোবাইল কোম্পানি রবি এর কারিগরি সহযোগিতায় পৌরসভার সেবা বিষয়ক ডিজিটাল প্লাটফর্ম ওয়ান সার্ভিস অ্যাপ চালু করা হয়। এই সার্ভিসের মাধ্যমে পানির বিল, পৌর কর, ড্রেন ও পানির পরিষেবা , পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক লাইন পরিষেবা, ইলেক্টিক যন্ত্র সার্ভিসিং সেবা পেতে লাইনে দাঁড়াতে হবে না। সুবিধামত সময়ে ঝামেলা ছাড়াই পৌরবিল দিতে পারবেন, দ্রুততম সময়ে নির্ভূল ও নিরাপদভাবে গৃহস্থলির বিভিন্ন পরিষেবা পাবেন। পৌরসভার সকল সেবা সম্পর্কে গ্রাহকের তথ্য ও মতামত এবং চাহিদা সহজে জানাতে পারবেনা। পৌর যে কোন বিল সংক্্রান্ত বার্তা গ্রাহকের মোবাইলে পৌছে যাবে। ফলে পৌরসভা ও নাগরিকের সাথে সেতুবন্ধন হবে। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকটিকাল অ্যাকশন এর প্রোগ্রাম বাস্থবায়ন বিভাগের প্রধান হোসেন ইসরাত আবিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সৈয়দ মাহামুদ পাপা, শেখ শফিক উদ দ্দৌলা সাগর, আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, অনিমা রানি মন্ডল, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রাকটিক্যাল একশানের কারিগরি সমন্বয়ক সাইফ মঞ্জুর, সফটওয়্যাল এলালিস্ট তানজিম উর রহমান ইসতি, প্রোজেক্ট কো-অডিনেটর আরিফ রায়হান ও রবি’র কর্মকর্তা সৈয়দ আজরাফ জামানসহ পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply