নিজস্ব প্রতিবেদক : নৌকায় ভোট চেয়ে ব্রহ্মরাজপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীলা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবিরেরর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের সদস্য শফিউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক ছাত্রনেতা ফারুকুজ্জামান ডেভিট, শেখ আমিনুর রহমান কাজলসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় আসাদুজ্জামান বাবু বলেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো তাদের কোন ভাবেই ভোট দেওয়া যাবে না। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে, দেশের উন্নয়ন ঘটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেলে হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে। সে কারণে আগামী ৩০ ডিসেম্বর ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ায় নৌকায় ভোট চাইলেন আসাদুজ্জামান বাবু

Leave a Reply