তালায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ের লক্ষে মিছিল,শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : তালায় মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টি মনোনীত,তালা-কলারোয়ার উন্নয়নের রুপকর,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্মুক্তকৃত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)আসনে, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে লাঙ্গল প্রতিকে বিজয়ী মিছিল,শোডাউন,পথসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল(বুধবার) উপজেলার প্রাণকেন্দ্র তালা বাজারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে লাঙ্গল প্রতিককে বিজয়ী করতে মিছিল বের হয় । মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে শাহপুর বাজারে গিয়ে মিছিল করে এক পথ সভা অনুষ্ঠিত হয় । পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান,মীর কাইয়ুম ইসলঅম ডাবলু,সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,জাপা নেতা তকিম উদ্দীন,রহমত আলী,যুব সংহতির উপজেলা সভাপতি সরদার কবির আহমেদ,ছাত্র সমাজ উপজেলার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্রনেতা কাজী জীবন,সাগর মোড়ল, তরুন পাটির্র সভাপতি ইউনুচ আলীপ্রমুখ । মিছিলে কয়েক শতাধিক লাঙ্গলের সর্মাথক অংশ নেন ।অপরদিকে জালালপুর ,মাগুরা,খলিষখালীতে জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আকরামুল ইসলামের নেতৃত্বে ২০০শতাধিক মটর সাইকেলের শোডাউন দেওয়া হয় ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *